Saturday, June 24, 2017

ট্যাকা - আয় ব্যয় হিসাব, Taka Income Expense Manager

এবার ঈদে কত টাকার শপিং করলেন? আপনার কোন ব্যাংক এ এখন কত টাকা আছে? বছর শেষে কত টাকা আবগারি শুল্ক নামে কেটে নিবে? অথবা আপনার অ্যাকাউন্ট থেকে এক্সট্রা কোন চার্জ কাটা হচ্ছে নাকি? এসব হিসাব রাখা কি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়?

আপনার কোথায় কত টাকা খরচ হচ্ছে, আপনার কোন উৎস থেকে কত টাকা আয় হচ্ছে, আপনার কোন ব্যাংকে কত টাকা আছে অথবা আপনি ক্রেডিট কার্ড থেকে কত টাকা খরচ করলেন, এই সকল হিসাবগুলি আরও সহজ এবং সর্বদা হাতের মুঠোয় রাখতে গুগল প্লেতে নতুন একটি "ট্যাকা" নামক অ্যাপ এসেছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার আয়, জমা, খরচ ইত্যাদি হিসাব রাখতে পারবেন এবং এগুলোর দৈনিক, মাসিক, বার্ষিক এবং আজীবনের চার্ট এবং হিস্ট্রি লিস্ট দেখতে পারবেন। বছরের পর বছর হিসাব রাখতে পারবেন একই অ্যাপে, তা আবার সম্পূর্ণ ফ্রীতে।

ডাটা যদি হারিয়ে যায়? অ্যাপ যদি ডিলিট হয়ে যায়??
কোন টেনশন নেই। আপনার গুগল ড্রাইভে অ্যাপ ব্যাকআপ রাখুন এবং যখন ইচ্ছা ডাটা রিকভার করুন। কারন আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস শুধু আপনারই আছে।

আপনার আয়- ব্যয় সম্পর্কে যদি কেউ জেনে যায়??
একদম ভয় নেই। আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন আপনার "ট্যাকা" অ্যাপ। এছাড়া এই অ্যাপটি বানানো হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যার ফলে আপনার ডাটা চুরি যাওয়ার কোন ভয় নেই।
নিজের খরচকে হাতের নাগালে রাখুন, নিরাপদ ভবিষ্যৎ গড়ুন।

ডাউনলোড করতে ক্লিক করুন:
https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.taaka_ay_bay_hisab_diary

No comments:

Post a Comment